ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক কারখানার চুল্লি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ছয় কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আজ সোমবার সকালে দেশটির তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের মহেশ্বরম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে মহেশ্বরমের মানখাল শিল্পাঞ্চল এলাকায় ‘এসিটা ফার্মা অ্যান্ড ড্রাগস’ সংস্থার কারখানার চুল্লিতে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে পুরো জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চুল্লিতে কর্মরত ছয় শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
নিহত শ্রমিকদের মধ্যে চারজন ছত্তিশগড় এবং দুজন অন্ধ্রপ্রদেশের বলে জানা গেছে। দুর্ঘটনার পরই কারখানা ঘিরে নিহতদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে গেছেন মহেশ্বরমের বিধায়ক টি কৃষ্ণ রেড্ডি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপনের পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের কাছে নিহতদের পরিবারপিছু ২০ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিধায়ক।