৩৬ কেজির মাছ, দাম ৮ লাখ টাকা

জেলের জালে ধরা পড়া ৩৬ কেজি ওজনের খচ্চর তেলিয়া ভোলা। ছবি : জিনিউজ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা সমুদ্রসৈকতে গতকাল শনিবার প্রচণ্ড ভিড়। সবাই হামলে পড়েছে বিরল একটি মাছ দেখতে। এদিকে মাছটির মালিক ছুটেছেন মাছ বিশেষজ্ঞের কাছে- মাছের প্রকৃত দাম জানতে। আর বিশেষজ্ঞরা দেখে পরীক্ষা করে জানালেন, এমন মাছ কেবল ভারত মহাসাগরের বঙ্গোপসাগরেই পাওয়া যায় এবং খুব বিরল।
যে মাছটিকে নিয়ে এত কথা সেটির ওজন ৩৬ কিলোগ্রাম। বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরের গভীর সমুদ্রের এই বিরল বাসিন্দার নাম ক্রশওয়েলরাং ফিশ। বাংলা নাম খচ্চর তেলিয়া ভোলা। মাছটির তেল থেকে ওষুধ ও পটকা জীবনদায়ী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বিদেশের বাজারে মাছটির আছে ব্যাপক চাহিদা।
জিনিউজ জানিয়েছে, বিরল প্রজাতির এই মাছটির খবর ছড়িয়ে পড়তেই এক মৎস্য ব্যবসায়ী প্রায় আট লাখ টাকায় (সাত লাখ রুপি) মাছটি কিনে নেন। সেই ব্যবসায়ীর আশা মাছটি অন্তত ১০ লাখ রুপিতে বিকোবেই।