ভারতকে অসহিষ্ণু দেশ মনে করেন না তসলিমা

ভারতকে অসহিষ্ণু দেশ মনে করেন না বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ভারতের কেরল রাজ্যের লিটেরারি ফেস্টিভালে ‘অসহিষ্ণুতা’ নিয়ে একটি বিতর্কসভায় অংশ নিয়ে তসলিমা জানান, তিনি একেবারেই বিশ্বাস করেন না যে, ভারত অসহিষ্ণুতা দেশ। কেরলের ওই বিতর্কসভায় তসলিমা বলেন, ছদ্মনিরপেক্ষতার ওপর ভিত্তি করে যে গঠনতন্ত্র গঠিত হয়, তা সত্যিকারের গণতন্ত্র নয়। ভারতের বহু মানুষই একে অপরের বিশ্বাসের প্রতি সহিষ্ণু। কিন্তু এটাও সত্যি যে, সব দেশের মতোই কিছু অসহিষ্ণু মানুষও রয়েছে এ দেশে।
তসলিমা বলেন, ভারতের আইন অসহিষ্ণুতাকে কখনই সমর্থন করে না। তিনি আরো বলেন, ভারতে ধর্মনিরপেক্ষতা ও মৌলবাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব রয়েছে নতুনত্ব এবং ঐতিহ্যের মধ্যেও। এ ছাড়া স্বাধীনতার মূল্য বোঝা না বোঝা মানুষের মধ্যে পার্থক্য রয়েছে বলেও মনে করেন তিনি। মৌলবাদের বিরুদ্ধে নিজের জীবনের লড়াইয়ের কথা বলতে গিয়ে তসলিমা জানান, সব ধর্মেই মেয়েদের বৈষম্যের শিকার হওয়ার পেছনে অন্যতম কারণ হলো মৌলবাদ।
এ ছাড়া ভারত ‘খুবই সহনশীল’ দেশ বলে সম্প্রতি মত প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ভারতে অসহিষ্ণুতা বিতর্ক সম্পর্কে আমি পুরোপুরি অবহিত নই, তবে আমি মনে করি ভারত খুবই সহনশীল দেশ। ক্যাটরিনা বলেন, ‘আমি প্রথম যখন ভারতে আসি, তখনই অনুভব করেছি যেন নিজের বাড়িতে এসেছি। ভারতে যে উষ্ণ অভ্যর্থনা পাই, তা আর কোথাও মেলে না। তাই আমি সারা জীবন ভারতেই থাকতে চাই।’