নলকূপের পানিতে গোসল, পুরো পরিবার টাক!

গ্রামে সাধারণত নলকূপের পানিকেই সবচেয়ে বিশুদ্ধ ধরা হয়। খাওয়া-গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহার হয় এই পানি। ভারতের বিহার রাজ্যের মাধুবানি জেলার একটি গ্রামের নলকূপও এভাবেই পানির সংস্থান করে যাচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। তবে সম্প্রতি এক ঘটনার পর এই টিউবওয়েল নিয়ে মানুষের মধ্যে ভয় দেখা যাচ্ছে।
‘আইবিএন লাইভ’ জানিয়েছে, গ্রামের নলকূপের পানিতে নিয়মিত গোসল করতেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাশিম, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে। সম্প্রতি গোসলের পর তাঁদের শরীর প্রচণ্ড চুলকাতে থাকে। পরে ঝরে পড়ে মাথার সব চুল। পুরোপুরি টাক হয়ে যান পরিবারের চার সদস্য।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। তবে মোহাম্মদের পরিবারের মতো কোনো সমস্যা এর আগে দেখা যায়নি। আর এ ঘটনার পর সতর্ক হয়ে গেছে সবাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, একজন চিকিৎসক মোহাম্মদ হাশিম ও তাঁর পরিবারের সদস্যদের পরীক্ষা করেছেন। একই সঙ্গে নির্দিষ্ট নলকূপটি সিল করে দেওয়া হয়েছে এবং এর পানি পরীক্ষা করে দেখা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ মোহাম্মদ হাশিমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে। আর জনপ্রশাসন বিভাগ গ্রামে নতুন একটি টিউবওয়েল স্থাপনের নির্দেশ দিয়েছে।