কল ধরামাত্রই ফোন বিস্ফোরণ, শিশু দগ্ধ

মুঠোফোন বিস্ফোরণে নয় বছরের এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। চার্জ দেওয়া অবস্থায় ফোনকল ধরে (রিসিভ)কথা বলার সময় এ ঘটনা ঘটে। শিশুটির চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ২৯ জানুয়ারি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কাছে মাদুরানথাকামে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, চার্জ চলা অবস্থায় বাইরে থেকে আসা ফোন কল ধরার পরই মুঠোফোনটি বিস্ফোরিত হয়। এতে চতুর্থ শ্রেণির ছাত্র ধানুসের ডান হাত, মুখ ও চোখ দগ্ধ হয়।
এর পর প্রথমে ধানুসকে তার বাবা-মা চেনগালপাত্তো সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সরকারি কিলপাউক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এরপর সেখান থেকে সরকারি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
চক্ষু হাসপাতালের পরিচালক ড. ওয়াহিদা নাজির বার্তা সংস্থা পিটিআইকে জানান, ধানুসের দুটি চোখ ক্ষতিগ্রস্ত ও ডান হাত দগ্ধ হয়েছে। ডান চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।