ভারতে তাঞ্জানীয় ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন

ভারতের বেঙ্গালুরুর একটি রাস্তায় পাশবিকতার শিকার হয়েছেন ২১ বছর বয়সী তাঞ্জানীয় এক কলেজছাত্রী। একদল ভারতীয় তাঁকে থাপড়ে, পিটিয়ে প্রকাশ্যে নগ্ন করেছে। এমনকি ওই তরুণীকে বহনকারী গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি গত রোববারের। ওই ছাত্রীর মাধ্যমে পুলিশ সেটি জানতে পেরেছে গতকাল বুধবার।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই ছাত্রীকে গতকাল বেঙ্গালুরুর সাপ্তাগিরির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন।
ওই ছাত্রী বলেন, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন তাঞ্জানীয় বন্ধুকে নিয়ে একটি গাড়িতে করে গণপতিনগরে যাচ্ছিলেন তিনি। পথে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন তাঁরা।
ওই শিক্ষার্থী বলেন, তাঁরা যে স্থানে ছিলেন, সেখান থেকে দুই কিলোমিটার দূরে শাবানা তাজ (৩৫) নামের এক ভারতীয় নারীকে গাড়িচাপা দেন এক সুদানি যুবক। এতে ওই নারী নিহত হন।
সে ঘটনায় সংক্ষুব্ধ ভারতীয়রা রাস্তায় নেমেছিল। সেই লোকজনের সামনে পড়ে যায় তরুণীকে বহনকারী গাড়িটি।
‘আমরা গাড়ি থেকে নামি এবং আশপাশে অনেক লোক দেখি। আমাদের কাছে একজন পুলিশ সদস্য ছিলেন এবং আমি তাঁকে কী হয়েছে, জিজ্ঞেস করি। তিনি কোনো উত্তর দেয়নি। একজন বন্ধু আমার কাছে ছুটে আসে এবং নড়াচড়া না করতে বলে। এরই মধ্যে ওই লোকজন বন্ধুকে মারধর শুরু করে’, সাংবাদিকদের বলেন কলেজছাত্রী।
‘তারা (ভারতীয়) আমাকে ধাক্কা দেয় এবং মারধর করে। আমি একটি টি-শার্ট পরেছিলাম। তারা এটাকে টেনে ধরে এবং ছিঁড়ে ফেলে। এতে আমার গায়ে কার্যত আক্ষরিক অর্থেই কিছু ছিল না’, যোগ করেন কলেজছাত্রী।
ওই তরুণী বলেন, গায়ের কাপড় খুলে ফেলার পরও দুর্বৃত্তরা তাঁকে মারধর করতে থাকে। এমনকি কেউ একজন তাঁকে একটি শার্ট দিতে চাইলে, তাঁকেও মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তাঁরা একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। এভাবে চারজন বেঁচে যান বড় ধরনের হামলা থেকে।