ভারতে আইএস ঠেকাতে মুসলমান নেতাদের সঙ্গে বৈঠক করেছে সরকার

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ঠেকাতে ভারতের মুসলমান নেতাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর উদ্যোক্তা। আর গতকাল সোমবার মুসলমান নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুসলিম নেতাদের সঙ্গে এই বৈঠকে বসেন রাজনাথ সিং। তিনি ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে মুসলমান নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন জমিয়তে উলেমা-ই-হিন্দের মাওলানা আরশাদ মাদানি, আজমীর শরিফের মাওলানা আবদুল ওয়াহিদ হুসেন চিশতি, জমিয়তে আহলে হাদিসের আসগর আলী ইমান মেহেদি, মাওলানা সাঈদ কালবে জাওয়াদ কালবে জাওয়াদি, কামাল ফারুকি, মুসাফা ফারুকি প্রমুখ।
বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইএস জঙ্গিগোষ্ঠীর প্রভাব এবং ভারতের মাটিতে তাদের বিস্তার সম্পর্কে অবহিত করেন। আইএস জঙ্গিরা কীভাবে ভারতের যুব সম্প্রদায়কে তাদের দলে টানছে তাও জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের যুব সম্প্রদায়কে আইএসের হাত থেকে বাঁচাতে হবে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণেও ভারতকে আইএসের হাত থেকে বাঁচানোটা জরুরি।
রাজনাথ সিং বলেন, ভারতের মাটিতে আইএস যাতে কোনোভাবেই পা রাখতে না পারে সেদিকে সবার কড়া নজর রাখতে হবে। সে ক্ষেত্রে দেশের সংখ্যালঘু সংগঠনকে এই বিষয়ে অত্যন্ত দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে ভারতীয় মুসলমান নেতারা আইএস মোকাবিলায় সব রকম সহযোগিতার আশ্বাস দেন।