গরু জবাইয়ের অভিযোগে বিজেপি নেতাকে বহিষ্কার

গরু জবাইয়ের অভিযোগ ওঠায় দল থেকে বহিষ্কৃত হলেন ভারতের ক্ষমতাসীন জনতা পার্টির (বিজেপি) এক নেতা। গত সপ্তাহে বাড়িতে গরু জবাইয়ের অভিযোগ ওঠার পর দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের দিভাস জেলার টঙ্কখুর্দ এলাকার বিজেপি নেতা মেভ আনোয়ারকে বহিষ্কার করে দল।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত বুধবার তিনি নিজের বাড়িতেই একটি গরু জবাই করেন। আর গরু জবাইয়ের এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় ওই ছোট শহরটিতে। সঙ্গে সঙ্গে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আনোয়ারের বাড়ি থেকে গোমাংসসহ তাঁকে আটক করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ারের চার আত্মীয়কেও আটক করা হয়।
এরপর গতকাল বৃহস্পতিবারই তাঁদের স্থানীয় আদালতে তোলা হয়। আদালত তাঁদের সবাইকে জেল হেফাজতের নির্দেশ দেয়।
এদিকে এই ঘটনার পর দলের পক্ষ থেকে ওই নেতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বৃহস্পতিবারই দল থেকে বহিষ্কার করা হয় জেলার সংখ্যালঘু সেলের ওই সদস্যকে।
এই মামলার তদন্তকারী অফিসার বিজয় সিসোদিয়া জানান, আনোয়ার ও তাঁর আট আত্মীয়সহ মোট নয়জনের বিরুদ্ধে রাজ্যের গরু জবাইবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করা হয়েছে।
স্থানীয় সরকারি পশু হাসপাতালের প্রাথমিক রিপোর্টের উল্লেখ করে তদন্তকারী অফিসার জানান, ‘আনোয়ারের বাসা থেকে গোমাংসের নমুনা পাওয়া গেছে। তবে সেটি গরুর মাংস কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ওই নমুনা মথুরার পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’
যদিও অভিযুক্তদের দাবি এটা গোমাংস নয়। আনোয়ারের কাছে গরু জবাইয়ের যে লাইসেন্স ছিল, তাও বেশ পুরোনো হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মধ্যপ্রদেশের দিভাস জেলার বিজেপি প্রধান গোপীকৃষ্ণ ব্যাস জানিয়েছেন, আনোয়ারের কী ভূমিকা ছিল সেটা কোনো বিষয় নয়, কিন্তু গরু জবাই করার অপরাধে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় উত্তরপ্রদেশের দাদরিতে মুহাম্মদ আকলাখ নামে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল।