মুম্বাইয়ের সৈকতে ৩০ ফুট তিমি!

৩০ ফুট লম্বা তিমিটি দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। ছবি : এনডিটিভি
ভারতের মুম্বাইয়ের জুহু সৈকতে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি তিমি। গতকাল বৃহস্পতিবার রাতে তিমিটির মৃতদেহের দেখা মেলে।
এনডিটিভির খবরে বলা হয়, তিমিটির আনুমানিক ওজন তিন থেকে চার টন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তিমিটিকে দেখতে পান সৈকতে ভ্রমণকারীরা। বর্তমানে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা তিমিটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।
একজন বিশেষজ্ঞ বলেছেন, তিমিটি দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে।
এ মাসের শুরুতে ভারতের তামিলনাড়ুর তুতিকরিন জেলার একটি সৈকতে ৪৫টি মৃত তিমি পাওয়া যায়। ওই তিমিগুলো হাজার কিলোমিটার দূর থেকে ভারতের সৈকতে আসে বলে ধারণা বিশেষজ্ঞদের।