ভারতে মাওবাদী হামলায় ৭ পুলিশ নিহত

ভারতের পূর্বাঞ্চলের ঝাড়খন্ড রাজ্যে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীরা পুলিশের গাড়িবহরের ওপর হামলা চালিয়েছে। এতে সাত পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহত পুলিশদের সামরিক হেলিকপ্টারে করে রাঁচিতে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার সন্ধ্যায় মাওবাদী অধ্যুষিত এলাকা কালা পাহাড় অঞ্চল থেকে টহল দিয়ে হোসনাবাদে ফিরছিল পুলিশের একটি দল। কাসিয়ার গ্রাম নামের এলাকায় পৌঁছালে রাস্তায় ভূমিমাইনের বিস্ফোরণে(আইইডি)চার কনস্টেবল, এক হাবিলদার, পুলিশের গাড়ির চালক এবং এক নিরাপত্তারক্ষী ঘটনাস্থলেই প্রাণ হারান।
সংবাদমাধ্যমগুলো আরো জানিয়েছে, বুধবার হামলাকারীরা প্রথমে শক্তিশালী ভূমিমাইনের বিস্ফোরণ ঘটায়। পরে গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায়।
উল্লেখ্য, সম্প্রতি কালাপাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করে ভারতের নিরাপত্তা বাহিনী। এ বিদ্রোহীরা ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে সরকারি কর্তৃপক্ষকে উৎখাত করে দরিদ্র পার্বত্য সংখ্যালঘু ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষে তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে। মাওবাদী বিদ্রোহীদের দীর্ঘদিনের সংগ্রামের কারণে কয়েক হাজার লোকের প্রাণহানি ঘটেছে।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহীদের দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেছিলেন।