সত্যিকারের বন্ধু

একেই বলে সত্যিকারের ভালোবাসা! প্রকৃত বন্ধুত্ব এমনই হয়। হিন্দু বন্ধুর সন্তানদের লালনের দায়িত্ব নিলেন ভারতের এক মুসলমান। দিল্লির হাইকোর্টও তাতে সম্মতি জানালেন।
২০১৫ সালের জুনে এমনই একটি নজিরহীন রায় দেন দিল্লির হাইকোর্টের বিচারপতি নিজামি ওয়াজিরি। এতে বন্ধু ও সহকর্মী প্রবীণ দয়ালের মৃত্যুর পর জমজ সন্তান আয়ুশ ও প্রার্থনাকে লালনের দায়িত্ব পান বিমানচালক মোহাম্মদ শাহনেওয়াজ জহির।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে আয়ুশ ও প্রার্থনার বিমানচালক বাবা ও বিমানবালা মা মারা যান। জহির আগেই জমজদের লালনের অঙ্গীকার করেছিলেন। কিন্তু প্রবীণের আত্মীয়স্বজনদের কারণে তা নিয়ে ঝামেলায় পড়েছিলেন তিনি।
প্রবীণের মৃত্যুর পর জমজদের লালনে ভারতের বাণিজ্যিক বিমান সমিতির পক্ষ থেকে এক কোটি রুপি দান করা হয়। তবে জমজদের লালনে জহিরকে সব কিছুর দায় নিতে রায় দেন দিল্লি হাইকোর্ট।
জহির বলেন, ‘আদালত আয়ুশ-প্রার্থনার লালনের সব দায়িত্ব আমাকে দিয়েছেন। ওদের সবকিছুই আমকে দেখতে হবে। ওরা আমাদের নিজের সন্তানের মতো।’