মহাত্মা গান্ধীর মূর্তিতে আইএসের পক্ষে স্লোগান

মহাত্মা গান্ধীর মূর্তিতে লেখা হয়েছে ‘আইএস জিন্দাবাদ’। এ ছাড়া ২৬ জানুয়ারি সবাইকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের মোজামাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। সেখানে গান্ধী চক নামক একটি মার্কেটে থাকা মহাত্মা গান্ধীর মূর্তিতে কালি দিয়ে লিখে স্লোগান ও হুমকি দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল সোমবার সকালে গান্ধীর মূর্তিতে লেখা স্লোগান ও হুমকি দেখার পর পরই মোজামাবাদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আর হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন গান্ধী চক মার্কেটের ব্যবসায়ীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে গান্ধীর মূর্তিতে লেখা আইএসের পক্ষে স্লোগান ও ২৬ তারিখে হত্যার হুমকির বিষয়টি স্থানীয় এলাকাবাসীর চোখে পড়ে। এলাকাবাসী সেখানে জড়ো হয় এবং বিক্ষোভ শুরু করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এলাকাবাসীকে শান্ত করতে ঘটনাস্থলে দ্রুত তদন্ত শেষে মূর্তির ওপরের লেখা মুছে দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময়ে এসব লেখা হয়েছে। আর লেখাগুলোতে ব্যবহার করা হয়েছে তেলরং।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মূর্তিতে তেলরঙে স্লোগান ও হত্যার হুমকি লেখার ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এক বা একাধিক দুষ্কৃতকারী এ ঘটনা ঘটাতে পারে।