সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে ভারত-ফ্রান্স

যেকোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ভারত ও ফ্রান্স।
স্থানীয় সময় রোববার ভারতের চণ্ডীগড়ে সাংবাদিকদের এ অঙ্গীকারের কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ।
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, তিনদিনের সফরের প্রথম দিনে চণ্ডীগড়ে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাদঁ। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বহুল প্রতীক্ষিত এ সফরে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি জঙ্গিবিমান কিনতে ৯০০ কোটি ডলারের একটি চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। সেদিকে ইঙ্গিত করে ওলাদঁ বলেন, ‘ভারতের কাছে ৩৬টি রাফালে বিমান দেওয়ার পথে আমরা আরো এক ধাপ এগোনোর পথে।’
‘বিমানগুলো ভারতের দরকার। ফ্রান্স এর মাধ্যমে প্রমাণ করবে এগুলো বিশ্বের সবচেয়ে ভালো বিমান। দুই সরকারের মধ্যে সমঝোতার পরই বাণিজ্যিক চুক্তি হতে পারে... যেটি নিয়ে আমার সফরে আলোচনা হবে’, বলেন ওলাদঁ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ সোমবার মোদির সঙ্গে বৈঠক আছে ওলাদেঁর। সেখানে অস্ত্র বেচাকেনার চুক্তি নিয়ে আলোচনা এজেন্ডায় থাকতে পারে।
এ ছাড়া সন্ত্রাস মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। তাঁর ইঙ্গিত একদিন আগেই সাংবাদিকদের দিয়ে রেখেছেন ওলাদঁ। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি দুটি বিষয়ে কথা বলব । প্রথমত, নিরাপত্তা। কারণ আমরা আঞ্চলিক সমস্যায় জর্জরিত এবং সন্ত্রাসেও। দুটি দেশই এসব সমস্যায় আক্রান্ত। তাই এ ইস্যুতে একসঙ্গে আমরা বিনিময় বাড়াব। ’
‘২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে আলোচনায় সফলতার পর সৌরশক্তি নিয়ে সমন্বিত কার্যক্রম যত দ্রুত সম্ভব বাস্তবায়ন শুরু করব’, যোগ করেন ওলাদঁ।