নেতাজি যুদ্ধাপরাধী!

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর নথিপত্র প্রকাশের জের ধরে দেশটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা তর্ক-বিতর্ক। প্রকাশিত নথিতে দেখা যায়, দেশটির প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নেতাজিকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেছিলেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলিকে লেখা একটি চিঠিতে এ তথ্য পাওয়া গেছে বলে নেতাজি সংক্রান্ত ফাইলের সূত্র ধরে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া।
১৯৪৫ সালের ডিসেম্বরে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্স এটলিকে ভারতের নেতা জওহরলাল নেহরু লিখেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন, এটলির চোখে যুদ্ধাপরাধী সুভাষ চন্দ্র বসুকে রাশিয়ায় ঢোকার অনুমতি দিয়েছেন স্টালিন।
এদিকে, এ নথি প্রকাশের পর নেহরুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কংগ্রেসের দাবি, চিঠিতে নেহরুর কোনো সই নেই। সুতরাং এটি জাল। ক্ষমতাসীন বিজেপির নোংরা ষড়যন্ত্র।
উল্লেখ্য, গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাস চন্দ্র বসু সংক্রান্ত ১০০ নথি প্রকাশ করেছেন। আর এই নথি সামনে আসতেই নেতাজিকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।