হিন্দুত্ববাদী মতাদর্শকে রক্ষায় ব্যস্ত ভারত : নয়নতারা সেহগাল

মোদি সরকারের বিরুদ্ধে সেন্সরশিপ নিয়ে কড়া সমালোচনার পথে হাঁটলেন ভারতের অন্যতম লেখিকা নয়নতারা সেহগাল। তিনি বলেছেন, হিন্দুত্ববাদী মতাদর্শকে রক্ষায়ই ব্যস্ত ভারত।
কলকাতায় চলমান ‘টাটা স্টিল কলকাতা লিটারারি মিট’-এর অনুষ্ঠানে ৮৮ বছর বয়সী নয়নতারা সেহগাল ভারতের সেন্সরশিপ প্রসঙ্গে বলেন, ‘প্রকৃত সুন্দর ও সুন্দরের উপাসকের জায়গা আজ আর ভারতে নেই। এখন এ দেশে উত্তেজিত জনতা ঠিক করে দিচ্ছে কোনটা সেন্সর করা হবে, আর কোনটা হবে না। তাও আবার বন্দুক হাতে নিয়ে, ভয় দেখিয়ে, হিংসা ছড়িয়ে।’
নয়নতারা সেহগাল আরো বলেন, এখন ভিন্নমতের কোনো জায়গা নেই। তা বিলুপ্ত হয়েছে। ভিন্ন মতাবলম্বীদের এখন আক্রান্ত হতে হচ্ছে লাঠি ও পাথরের আঘাতে। কালি ছোঁড়া হচ্ছে তাঁদের উদ্দেশে। এমনকি খুনও হতে হচ্ছে। আর এসবের পেছনে ভারতের মোদি সরকারের নীরবতাই সব উত্তর বুঝিয়ে দিচ্ছে। সরকারের এই নীরবতাকে কটাক্ষ করে লেখিকা বলেন, হিন্দুত্ববাদী মতাদর্শকে রক্ষা করতেই ব্যস্ত এই সরকার।’
সেহগাল অভিযোগ করে বলেন, ‘সরকারি উদাসীনতা একের পর এক এই ধরনের ঘটনায় ইন্ধন জুগিয়েছে।
কেন্দ্রীয় সরকারকে তীর্যক কটাক্ষ করে সেহগাল বলেন, যেভাকে ভারতে সবকিছু আজ এগোচ্ছে তাতে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রণালয় না কোন দিন বলে বসে, খাজুরাহোর মূর্তিগুলোকে শাড়ি পরানো হোক। কেননা, সেখানে নানারকম সঙ্গমভঙ্গিমা মূর্ত হয়ে আছে।
এর আগে ভারতে বাড়তে থাকা অসহিষ্ণুতার প্রতিবাদে নিজের সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন লেখিকা।