বানর যখন কুকুরের পালক মা!

ভারতের রাস্তায় অবহেলায় পড়ে আছে একটি সদ্যজাত কুকুরছানা। হয়তো তাকে এখানেই ফেলে চলে গেছে জন্মদাত্রী। কেউ খেয়াল করছে না। কারো মায়াও হচ্ছে না।
তবে অন্য সবার মতো চুপচাপ বসে থাকতে পারেনি একটি বানর। পরম মমতায় কুকুরছানাটির দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। অনেকটা মায়ের মতোই আদর যত্নে সে বড় করছে ছানাটিকে।
নিজে যা খেতে পেয়েছে তাই ভাগাভাগি করে খেয়েছে ছানাটির সঙ্গে। অন্য হিংস্র কুকুরের আক্রমণ থেকে রক্ষা করেছে কুকুরছানাটিকে।
পিপলস ডেইলি অনলাইন এই বানর ও কুকুরছানার ছবি প্রকাশ করে একটি প্রতিবেদন করেছে। মমতার প্রতীক হিসেবে এসব ছবি এখন ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিতে দেখা গেছে, কুকুরছানাটিতে কোলে নিয়ে ঘুরছে বানরটি। এক স্থান থেকে অন্য স্থানে লাফিয়ে যাওয়ার সময়ও ধরে রেখেছে ছানাটিকে।
আশপাশের পথচারীরা যখন বানরটির দিকে খাবার ছুড়ে দিয়েছে, তখন কুকুরছানাটিকে সঙ্গে নিয়েই তা খেয়েছে সে।