ধর্ষককে পিটিয়ে হত্যায় নাগাল্যান্ডে আটক ৪৩

নাগাল্যান্ডের ডিমাপুরে কারাগার ভেঙে সৈয়দ শরিফ উদ্দিন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে স্থানীয় লোকজন। ছবি : এএফপি
ভারতের নাগাল্যান্ড রাজ্যে পুলিশ হেফাজতে থাকা ধর্ষণের আসামিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর ডিমাপুর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
রাজ্য পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) লিরেমো লোথা বলেন, ডিমাপুরে কারফিউ শিথিল করে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া ১২টার পর থেকে ১৪৪ ধারা জারি থাকবে। লিরেমো লোথা বলেন, পরিস্থিতি খারাপ হলে কারফিউ দিনরাত জারি করা হবে।
এক নাগা নারীকে ধর্ষণের অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি সৈয়দ ফরিদ খান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ মার্চ তাঁকে জেল থেকে বের করে পিটিয়ে হত্যা করে স্থানীয় লোকজন। এরপর গত রোববার ৩টা থেকে ডিমপুর শহরে কারফিউ জারি করা হয়।