পাঁচ চড়ে ধর্ষণের শাস্তি!

ধর্ষণের অপরাধের শাস্তি মাত্র পাঁচটা চড়! অবাস্তব শোনালেও এমন ঘটনাই ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের একটি গ্রামে।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের বরাতে জানা গেছে, ঘটনাটি গত ১৭ ডিসেম্বরের। সন্তানের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন দিল্লির হাপুর জেলার তোদরপুর গ্রামের ২৭ বছরের এক গৃহবধূ। ফেরার পথে ওই গ্রামেরই দুই বাসিন্দা তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে একটি জনশূন্য মাঠে টেনে নিয়ে যায়। সেখানেই তাঁকে ওই দুজন ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই নারী।
এই ঘটনার পর স্বামীকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যান ওই নারী। কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ নিতে গড়িমসি করে পুলিশ। এরপর অভিযুক্তদের চিহ্নিত করার পর গ্রাম পঞ্চায়েত গত ২২ ডিসেম্বর একটি সালিসি সভার ডাক দেয়। সেখানে অভিযুক্ত রিজওয়ান আহমেদ এবং ওয়াহাবকে পাঁচটা করে চড় মেরে ছেড়ে দেওয়ার আদেশ দেন গ্রামের পঞ্চায়েত সভা। মুক্তি পেয়ে এরপরেই সপরিবারে গ্রাম থেকে চম্পট দেয় ওই দুই অভিযুক্ত।
এদিকে স্থানীয় একটি সংবাদপত্রে ঘটনাটি প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপর গত ২৫ ডিসেম্বর থানায় অভিযোগ নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছে অভিযুক্তরা।