আট হাজার কেজির লাড্ডুর গিনেস জয়

একটি লাড্ডুর ভর আট হাজার কেজি! আর এই লাড্ডু জিতে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় লাড্ডুর খেতাব। বিশাল আকৃতির এই 'মহা লাড্ডু' বানিয়ে গিনেস বুকে খেতাব জিতেছে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী ভক্ত আনজানিয়া সুইটস।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্রের গণেশ পূজার সময় আট হাজার কেজির এই মিষ্টিটি বানাল অন্ধ্রপ্রদেশের কিংবদন্তি মিঠাই কারিগর তপেস্বরামের এই মিষ্টির দোকান। এর আগে ২০১১ সালে পাঁচ হাজার ৫৭০ কেজি, ২০১২ সালে ছয় হাজার ৫৯৯ কেজি, ২০১৩ সালে সাত হাজার ১৩২ কেজি এবং ২০১৪ সালে সাত হাজার ৮৫৮ কেজির লাড্ডু বানিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই বারবার ভাঙছিল এই মিষ্টির দোকান।
শ্রী ভক্ত আনজানিয়া সুইটসের বর্তমান মালিক হলেন তপেস্বরামের মেঝ ছেলে সালাদি ভেঙ্কটেস্বরা রাও। তিনি জানান, তাঁর দোকানের ৩০ জন কর্মচারীর রাত-দিন পরিশ্রমে নয় দিনের চেষ্টায় এই মহা লাড্ডু বানানো সম্ভব হয়েছে। পিটিআইয়ের কাছে সালাদি ভেঙ্কটেস্বরা রাও জানান, আগামী বছরে তারা মহারাষ্ট্রে সাঁইবাবার পূজায় ৫০০ কেজি ওজনের ঐতিহ্যবাহী ‘খোয়া মিষ্টি’ বানাবেন।