৫ মিনিটেই জামিন পেলেন সোনিয়া-রাহুল

ভারতের আলোচিত ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলায় দিল্লির একটি আদালতে জামিন পেয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে দলের সহসভাপতি রাহুল গান্ধী। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির বিচারিক আদালতে হাজির হওয়ার পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়। আর শুনানি শুরুর পাঁচ মিনিটের মধ্যে আদালত বিরোধীদলীয় নেতা ও তাঁর ছেলেকে জামিনের আদেশ দেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, দুই শীর্ষ রাজনৈতিক নেতার আদালতে হাজির হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশেষ নিরাপত্তা বাহিনীসহ প্রায় ৭০০ পুলিশ সদস্য আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
২০০৮ সালে ভারতে বন্ধ হয়ে যাওয়া ইংরেজি পত্রিকা ন্যাশনাল হেরাল্ডের মালিকানা বদলকে কেন্দ্র করে সোনিয়া ও রাহুল গান্ধীসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, জাতীয় কংগ্রেসের দলীয় তহবিলের টাকায় ইংরেজি পত্রিকাটির সম্পত্তি কিনে আয়কর আইন ভেঙেছেন তাঁরা।
যদিও মা-ছেলে দুজনেই দলীয় তহবিলের তছরুপ এবং কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। আর এই নিয়ে কম কাদা ছোড়াছুড়িও হয়নি ভারতের রাজনৈতিক মহলে। কংগ্রেস বারবার অভিযোগ করেছে, ক্ষমতাসীন দল বিজেপি মিথ্যা অভিযোগে দলের শীর্ষ দুই নেতাকে ‘হেনস্তা’ করছে। এর প্রতিবাদে পার্লামেন্টের উভয় কক্ষে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে দলটি।