চিত্রশিল্পী শাহাবুদ্দিনের প্রদর্শনীতে ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রপ্রদর্শনীর উদ্বোধন হলো কলকাতায়। আজ শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে আইসিসিআর গ্যাঞ্জেস আর্ট গ্যালারির আয়োজনে এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের এই বিশিষ্ট শিল্পীর চিত্রপ্রদর্শনীতে উপস্থিত থাকতে পারে আমার ভীষণ ভালো লাগছে। আমি মনে করি, কোনো একজন শিল্পীর কাজ নির্দিষ্ট গণ্ডি কিংবা একটা জাতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।’
প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে আমার গভীর সম্পর্ক। দীর্ঘদিনের এই সম্পর্ক। আমি জানি, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সে দেশের আপামর বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপ দিয়েছিলেন। দেশ স্বাধীন করার সেই ইতিহাস কোনোদিন ভোলার নয়। সারা পৃথিবী ওই ইতিহাস মনে রাখবে।’ বক্তব্যে ভারতের রাষ্ট্রপতি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের কাজের ভূয়সী প্রশংসাও করেন।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধনের পর শিল্পী শাহাবুদ্দিন বলেন, ‘আমি আজ অত্যন্ত আনন্দিত। খুব খুশি। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখানে এসে আমার এই প্রদর্শনীর যে উদ্বোধন করলেন, আমি মনে করি এই মুহূর্তটা ইতিহাস হয়ে থাকবে।’
শিল্পী শাহাবুদ্দিন আরো বলেন, ‘আমি আশা করি উনি আরো দীর্ঘায়ু হবেন। সুস্থ থাকবেন। ওনার অসীম জ্ঞান, বুদ্ধির পরিচয় আমরা বারবার দেখেছি। আমার আশা, ওনার মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে সোহার্দ্য, সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক আরো মজবুত হবে।’
চিত্রপ্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদসহ বিশিষ্টজনরা।