ইসলামের নামে সন্ত্রাস বন্ধ করতে বললেন ৭০ হাজার আলেম

ইসলামের নামে যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭০ হাজার আলেম। ভারতের উত্তরপ্রদেশে একটি ওরস অনুষ্ঠানে তাঁরা এ ফতোয়া দেন।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, উত্তরপ্রদেশের বেরেলিতে বিখ্যাত আলেম আহমেদ রেজা খানের সমাধিস্থলের (দরগাহ-ই-আলা হজরত) পাশে গত রোববার থেকে ওরস শুরু হয়। সেই ওরসে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলমান। সেখান থেকেই ফতোয়া জারি করা হয়। এতে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, তালেবানকে ‘ইসলামপন্থী সংগঠন নয়’ বলে মন্তব্য করা হয়। এ সংগঠনগুলোর সদস্যরা ‘মুসলমান নয়’ বলেও ফতোয়ায় বলা হয়।
ফতোয়া জারি করা আলেমদের অন্যতম মুফতি মোহাম্মদ সলিম নূরী। গতকাল টিওআইকে তিনি বলেন, গত রোববার ওরস শুরু হওয়ার পর থেকেই দরগাহে আসা মুসলমানদের মধ্যে ফতোয়ার পক্ষে সমর্থনের ফরম বিলি করা হয়। তিন দিনে এ ফতোয়াকে সমর্থন করেছেন ১৫ লাখ মুসলমান।
দরগাহ আল হজরতের চেয়ারপারসন হজরত সুবহান রাজা খান বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর এ বছরের ওরসে ফতোয়া জারির সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে করে এটা স্পষ্ট হয়, মুসলমানরা সন্ত্রাসকে নিন্দা জানায়।
দরগাহর অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি মোহাম্মদ এহসান রাজা খান বলেন, ‘কোরআনে লেখা আছে, একজন নিরীহ লোককে হত্যা গোটা মানবজাতিকে হত্যার সমতুল্য।’