কলকাতার মেয়রের সঙ্গে মেয়র আনিসুলের বৈঠক

কলকাতা পৌর সংস্থার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আজ মঙ্গলবার বিকেলে আনিসুল হকের নেতৃত্বে সাতজনের একটি প্রতিনিধিদল আসে কলকাতার মেয়রের সঙ্গে দেখা করতে।
কলকাতার মেয়রের সঙ্গে প্রায় আধা ঘণ্টার মতো বৈঠকে একান্তে কথা হয় ঢাকার মেয়রের। মূলত কলকাতার স্বাস্থ্য পরিষেবা, ট্রাফিক ব্যবস্থা, জঞ্জাল অপসারণসহ কয়েকটি বিষয়েই কথা হয় এই দুই মেয়রের। পরে কলকাতার মেয়র পারিষদদের নিয়ে কলকাতা পুরসভার বিভিন্ন দপ্তরও ঘুরে দেখেন ঢাকা উত্তরের মেয়র।
আলোচনা শেষে কলকাতা পৌর সংস্থার বিভিন্ন কাজের প্রশংসা করে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘কলকাতার অনেক কিছু দেখলাম। খুব ভালো লাগল। এখানকার কর্তারা অনেক দক্ষ। ঢাকায় গিয়ে এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করব।’
অন্যদিকে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, আমাদের দুই বাংলার মধ্যেই অনেক মিল। তাঁদের কাছ থেকেও ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিসহ অনেক কিছুই শেখার আছে।