করাচিতে ভূমিধসে একই পরিবারের ১৩ জনের প্রাণহানি

পাকিস্তানের করাচি নগরীতে ভূমিধসে সাত শিশুসহ একই পরিবারের ১৩ জনের প্রাণহানি হয়েছে। আজ মঙ্গলবার ভোরে করাচির পূর্বের গুলিস্তান জওহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
করাচি পুলিশের সূত্রে বার্তা সংস্থা এএফপি জানায়, জওহার এলাকায় একটি পাহাড়ের পাশে একই পরিবারের তিনটি খড়ের বাড়ি ছিল। মঙ্গলবার ভোররাতে প্রবল বৃষ্টিতে পাহাড় ভেঙে পড়লে বাড়িগুলো মাটির নিচে চাপা পড়ে।
এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে এএফপি আরো জানায়, মাটির নিচ থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। এরপর লাশগুলো কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। নিহতদের আত্মীয়স্বজনরা অশ্রুসিক্ত চোখে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভূমিধসে ছয় মাসের এক শিশুও মারা গেছে বলে জানান ওই উদ্ধারকর্মী।
করাচির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জাভেদ জাসকানি জানান, ভেঙেপড়া নুড়ি পাথর ও কাদামটির ভেতর থেকে পাঁচ ঘণ্টায় ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।
ভূমিধসের কারণ অনুসন্ধানে পুলিশ ও নগর প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তবে এ ঘটনার সঙ্গে কোনো অপরাধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই বলেও জাসকানি উল্লেখ করেন।