আফগান হাসপাতালে হামলার ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুনদুজ শহরে মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) হাসপাতালে বিমান হামলায় হতাহতের ক্ষতিপূরণ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে। সপ্তাহ খানেক আগে হামলার ঘটনায় অন্তত ২২ রোগী ও স্টাফ নিহত হন।
পরে যুক্তরাষ্ট্র অবশ্য এ হামলার জন্য ভুল স্বীকার করে বলেছে, তারা তালেবান গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করছিল।
এমএসএফ বলেছে— একটি যুদ্ধাপরাধ এবং হামলার ঘটনাটি একটি আন্তর্জাতিক কমিটিকে তদন্তের আহ্বান জানিয়েছে।
পেন্টাগনের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, এমএসএফ হাসপাতালে মর্মান্তিক ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।’ হাসপাতালটি মেরামতের জন্যও তহবিল সরবরাহ করা হবে বলে জানায় পেন্টাগন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এ হামলার জন্য ক্ষমা চেয়েছেন। এমএসএফ এখনো ৩০ কর্মীকে শনাক্ত করার চেষ্টা করছে।