পানি দিয়ে চলবে গাড়ি!

এখন থেকে আর পেট্রল কিংবা ডিজেল নয়, পানিতে চলবে গাড়ি! অদ্ভুত এই প্রযুক্তি আবিষ্কার করেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলার বাসিন্দা মুহাম্মদ রইস খান।
কোনো বিশ্ববিদ্যালয়ের স্কলার, গবেষক, বৈজ্ঞানিক কিংবা অটোমোবাইল সংস্থার কর্তা নন এই রইস। পেশায় অতি সাধারণ একজন মোটর মেকানিক তিনি।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রইস খান এখন অপেক্ষা করছেন তাঁর আবিষ্কারের পেটেন্ট পাওয়ার জন্য। এরই মধ্যে পেটেন্টের জন্য আবেদনও করেছেন তিনি।
নিজের এই আবিষ্কার সম্পর্কে রইস বলেন, গোটা বিশ্বেই পেট্রল কিংবা ডিজেলের মতো জ্বালানির জোগান ক্রমশ ফুরিয়ে আসছে। এই জায়গা থেকেই প্রথম ভাবনা শুরু হয় তাঁর। তা ছাড়া পরিবেশবান্ধব জ্বালানি কী হতে পারে সে চিন্তাও দিনরাত ভাবাচ্ছিল তাঁকে। আর সেই চিন্তাভাবনা থেকেই এই আবিষ্কার।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মোটর মেকানিক হিসেবে কাজ করার সুবাদে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা বরাবরই করতে পছন্দ করতেন রইস। এরই মধ্যে কিছুদিন আগে পানি দিয়ে গাড়ি চালানোর বিষয়টি মাথায় ঢোকে তাঁর। জ্বালানি খরচ বাঁচাতে এবং পরিবেশদূষণ ঠেকাতে নানা চিন্তাভাবনা করে পানিকেই বেছে নেন তিনি। তারপর নিজের কাজের ফাঁকে ফাঁকে পানি দিয়ে গাড়ি চালানোর জন্য গবেষণা চালাতে থাকেন তিনি।
অবশ্য রইসের এই চিন্তাকে আজগুবি বলে আখ্যা দেওয়ার মানুষের অভাব হয়নি। আর পানি দিয়ে গাড়ি চালানোর পরীক্ষা-নিরীক্ষা দেখে মানুষজন তাঁর সমালোচনাও কম করেনি। তবে নিজের গবেষণায় অটল থেকে চেষ্টা চালিয়ে গেছেন রইস। শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেছেন বলে দাবি তাঁর।
রইস জানান, পেট্রল-ডিজেলের মতো জ্বালানির বদলে পানি আর ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে তাঁর নির্মিত গাড়ি অন্যান্য গাড়ির মতোই চলতে পারবে। গাড়ির গতিও থাকবে যথেষ্ট। আর পানির সাহায্যে গাড়ি চালানোর ফলে জ্বালানির খরচ ও দূষণ এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে উৎসাহিত হয়ে সর্বপ্রথম এই ধরনের গাড়ি বানানোর পরিকল্পনা করেন বলে জানান রইস। সরকার তাঁর এই আবিষ্কারের বিষয়টি নজরে আনবে বলেও আশা করেন রইস।