রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে বেনিত্তন

রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইতালির পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেনিত্তন। স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রতিষ্ঠানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ৫০ বছরের পুরনো প্রতিষ্ঠানটি আর্থিক সহায়তার আশ্বাস দিলেও কী পরিমাণ অর্থ দেবে, সে ব্যাপারে কিছু জানায়নি।
বিবৃতিতে বেনিত্তন জানায়, তারা কী পরিমাণ অর্থ দেবে, তা নির্ধারণ করবে বৈশ্বিকভাবে স্বীকৃত স্বাধীন কোনো তৃতীয় পক্ষ। রানা প্লাজা ধসের দ্বিতীয় বার্ষিকীতে ২৪ ফেব্রুয়ারি অর্থের পরিমাণ ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অধিকার সুরক্ষা সংগঠন আভাজ বেনিত্তনকে আর্থিক সহায়তা দিতে চাপ তৈরি করে। এ লক্ষ্যে সংগঠনটি ১০ লাখেরও বেশি গণস্বাক্ষর সংগ্রহ করে।
আভাজের দাবি, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে বেনিত্তনের পক্ষ থেকে ন্যায্য সহায়তার পরিমাণ হবে ৫০ লাখ ডলার (৩৮ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৭৩৭ টাকা)।
রানা প্লাজা ধসের সময় বেনিত্তনের বৈশ্বিক উৎপাদনের ৪ শতাংশ আসত বাংলাদেশ থেকে।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১শতাধিক লোক নিহত হয়। আহত হয় দুই হাজারের বেশি লোক। এ ঘটনার দুই বছর হতে চললেও ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ক্ষতিপূরণ হিসেবে পর্যাপ্ত অর্থ পায়নি।