থাইল্যান্ডে ইংলাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে ইংলাকের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করেন দেশটির অ্যাটর্নি জেনারেল।
বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাকের বিরুদ্ধে চালে ভর্তুকির প্রক্রিয়ায় অবহেলার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। আগামী ১৯ মার্চ দেশটির সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন, এ-সংক্রান্ত মামলা দায়ের করা হবে কি না।
সেনাবাহিনী ইংলাকের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার আগে থাইল্যান্ডের একটি আদালত গত বছর মে মাসে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। পরে চালে ভর্তুকি দেওয়ার জন্য অভিশংসন করে পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়। অভিযোগের মুখোমুখি করার জন্য চলতি মাসে ইংলাককে হংকংয়ে যাওয়ার অনুমতি দেয়নি দেশটির সরকার।
টেলিকমিউনিকেশন ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক। ২০০১ সালে প্রথম ক্ষমতার এসে থাকসিন গ্রামের দরিদ্র মানুষের পক্ষে নীতি গ্রহণ করে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন এনেছিলেন।