ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যু

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় মারা গেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির আর্মি হাসপাতালে তিনি মারা যান।
ভারতের রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শুভ্রা মুখোপাধ্যায়। শ্বাসযন্ত্রের সমস্যার কারণে গত শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তিনি হৃদরোগী হওয়ায় হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তাঁর চিকিৎসা চলছিল।
ভারতের রাষ্ট্রপতি ভবনের পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে।
১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের নড়াইল জেলায় জন্ম নেন শুভ্রা মুখোপাধ্যায়। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি।
ব্যক্তিজীবনে শুভ্রা ছিলেন একাধারে চিত্রশিল্পী ও রবীন্দ্রসংগীতশিল্পী। তিনি গীতাঞ্জলি দল নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। বহু বছর ধরেই ভারতের বিভিন্ন অংশ থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গীতিনাট্য পরিবেশন করতেন তাঁর দল নিয়ে। এ ছাড়া রবীন্দ্রনাথের দর্শন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেও কাজ করতেন তিনি।
শুভ্রা ও প্রণব মুখোপাধ্যায় দম্পতির তিন সন্তান রয়েছে। তারা হলেন অভিজিৎ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।