বিমানে যাত্রীর এলোপাতাড়ি কামড়, জরুরি অবতরণ

বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন বিমানের যাত্রীরা। যাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কে। হঠাৎ শান্তিভঙ্গ। বিমানের ভেতরেই সহযাত্রীদের ইচ্ছেমতো কামড়ানো শুরু করলেন এক ব্যক্তি, সঙ্গে চলল মারধর। ফলে বিমানটি জরুরি অবতরণ করাতে বাধ্য হলেন চালক।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস জানায়, আকাশে ওড়ার পর বিমানটি ইউটাহ অঞ্চলে পৌঁছালে এক ব্যক্তি তাঁর পরিচিত যাত্রীদের কামড়ানো শুরু করেন। এর একপর্যায়ে শুরু হয় মারধর। এ অবস্থায় এগিয়ে আসেন বিমানে অবস্থান করা কয়েকজন চিকিৎসক। আগ বাড়িয়ে সাহায্য করতে গিয়ে তাঁদেরও ফিরতে হয় কামড় খেয়ে।
বিমানে অবস্থানকারী একজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই ব্যক্তি বিমানের কর্মীদের ওপর হামলা চালান। তখন তিনি ঝাঁপিয়ে পড়ে তাঁকে জাপটে ধরেন। এরপরও তিনি কর্মীদের দিকে তেড়ে যান।
বিমানের ভেতরে ‘কুরুক্ষেত্র’ দেখে মোড় ঘুরিয়ে লস অ্যাঞ্জেলেসের দিকে নিয়ে যান চালক। তারপর বিমান অবতরণ করে সোজা শ্রীঘরে নিয়ে যাওয়া হয় ওই যাত্রীকে। আর বাকিরা শেষ পর্যন্ত নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছান।