ট্রাম্পের কাছে পাঁচ নারীকে পাঠাতে চেয়েছিল রাশিয়া!
রাশিয়া যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভালোই খাতির পেয়েছিলেন ওই দেশের মানুষদের কাছে। এমনকি পাঁচজন নারী পাঠানোর ব্যবস্থাও করেছিল রাশিয়ানরা। তাঁরা ওই পাঁচ নারীকে হোটেলে ট্রাম্পের কক্ষে পাঠাতে চেয়েছিলেন!
২০১৩ সালে ওই ঘটনা ঘটে। তখন অবশ্য ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরই ওই প্রস্তাব পাওয়ার বিষয়টি জানা হলো। আর তা জানিয়েছেন ট্রাম্পের সাবেক দেহরক্ষী কিথ শিলার। চলতি সপ্তাহে কংগ্রেস কমিটিতে সাক্ষ্য দেন শিলার। তিনি জানান, রাশিয়ার নারী পাঠানোর ওই প্রস্তাব হেসে উড়িয়ে দেন ট্রাম্প।
সিএনএন শিলারের ওই সাক্ষ্য নিয়ে সংবাদ করে।
২০১৩ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার কাজে অংশ নিতে রাশিয়া যান ডোনাল্ড ট্রাম্প। শিলার জানান, বিষয়টিকে কৌতুক হিসেবেই নিয়েছিলেন ট্রাম্প। শিলার কংগ্রেস কমিটিকে জানান, হোটেলকক্ষেই নারীর প্রস্তাবটি আসে। কথাটি ট্রাম্পের কানে দেন শিলারই। আর শুনেই অট্টহাসিতে ফেটে পড়েন ট্রাম্প!
মার্কিন কংগ্রেস কমিটিতে ট্রাম্প নির্বাচনী দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ হয়েছিল কি না বা মস্কো ট্রাম্পকে সহায়তা করেছিল সে বিষয়ে তদন্ত চলছে। এ ছাড়া এরই মধ্যে ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগী স্বীকার করেছেন রাশিয়ার সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছিল।

অনলাইন ডেস্ক