রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ট্রাম্পের সহযোগীর

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলের পররাষ্ট্রনীতিবিষয়ক একজন উপদেষ্টা।
যুক্তরাষ্ট্রের আইসভা কংগ্রেসের কমিটির কাছে ট্রাম্পের ওই উপদেষ্টার দেওয়া বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে ২০১৬ সালে রাশিয়ার মস্কো সফরের সময় দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করেন ট্রাম্পের উপদেষ্টা কার্টার পেইজ। তবে রাশিয়ায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগ ‘বিশেষজ্ঞ’ গোচের ছিলেন বলে গণমাধ্যমে জানান তিনি।
সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদেন দাবি করা হয়, রাশিয়ার সরকারি কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তির সঙ্গে কথা বলার পর পর্যবেক্ষণটি ট্রাম্প প্রচার দলের অন্তত একজনকে ই-মেইল করেন পেইজ।
সংবাদপত্রটির খবরে আরো বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে রুদ্ধদ্বার সাক্ষ্য গ্রহণকালে ওই ই-মেইলটি জোরে পড়া হয়।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া কোনো সহযোগিতা করেছিল কি না, তা তদন্ত করছে সিনেট ইন্টেলিজেন্স কমিটি। এর অংশ হিসেবে কমিটির কর্মকর্তারা এরই মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন জনের বক্তব্য শুনেছেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করে ক্ষমতায় আসেন রাজনীতিতে আনকোরা ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। তাঁর জেতার পেছনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে শুরু থেকেই নানা গুঞ্জন ওঠে।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির তদন্ত শুরুর আগে থেকেই রাশিয়া বলে আসছে, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেনি তারা। ট্রাম্পও রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের সংযোগ থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন।