লাদেনপুত্র হামজার বিয়ের ভিডিও

ইসলামী জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের যুবক বয়সের ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্টাল ইন্টিলিজেন্স এজেন্সি (সিআইএ)।
স্থানীয় সময় গত বুধবার লাদেনপুত্রের ওই ভিডিও প্রকাশ করে সিআইএ। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেন হত্যা অভিযানের সময় উদ্ধার করা বিভিন্ন নথির সঙ্গে ওই ভিডিও পাওয়া যায় বলে জানায় গোয়েন্দা সংস্থাটি।
ছেলেবেলা থেকেই নিজের চেহারাকে বহির্বিশ্বের আড়ালে রেখেছিলেন হামজা। একেবারেই কিশোর বয়সের কিছু ছবির মাধ্যমে ১০ জনের কাছে পরিচিত ছিলেন তিনি। তবে আল-কায়েদা প্রচারিত বিভিন্ন অডিও রেকর্ডে বিভিন্ন সময়ে হামজার গলার স্বর শুনতে পাওয়া গেছে।
বুধবার আল-কায়েদা ও ওসামা বিন লাদেন সংশ্লিষ্ট ৫০ হাজারের বেশি নথি প্রকাশ করে সিআইএ। হামজার ভিডিওটি ওই নথিগুলোর মধ্যে স্থান পায়।
ভিডিওটিতে দেখা যায়, স্বর্ণের কাজ করা সাদা রঙের আলখেল্লা পরে আছেন লাদেনপুত্র। তাঁর আশপাশে শিশুদের ঘোরাফেরা করতে দেখা যায়। সিআইএ কর্মকর্তারা ধারণা করছেন, ২০০৯ সালের আগে ইরানে হামজার বিয়ের সময় এই ভিডিও করা হয়।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের কর্মকর্তা বিল রোজিও বলেন, ‘ভিডিওটিতে হামজার সঙ্গে আল-কায়েদার এক জ্যেষ্ঠ নেতার মেয়ের বিয়ে হতে দেখা যায়।’
সিআইএর পক্ষ জানানো হয়, হামজার বাবা ওসামা বিন লাদেন সে সময় পলাতক ছিলেন। বিয়ের অনুষ্ঠান ঠিকঠাকভাবে করা হয়েছে তা লাদেনকে দেখানোর জন্যই ভিডিওটি করা হয়।
হামজার বয়স বর্তমানে ২০ এর কোঠায় বলে ধারণা করা হচ্ছে। তিনি আল-কায়েদার ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারেন বলে আশঙ্কা করছে সিআইএ।