প্রবল বৃষ্টিতে পশ্চিমবঙ্গে ৪৩ মৃত্যু

বৃহস্পতিবার রাত থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, তা আর থামার নাম নেই। আর এরই জেরে জলমগ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এদিকে রাজ্যের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার সকাল থেকে শনিবার গভীর রাত পর্যন্ত এই তুমুল বৃষ্টিতে কোথাও মাটির বাড়ির দেয়াল ধসে, কোথাও উত্তাল নদীতে ভেসে গিয়ে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। মৃতদের পরিবারপিছু চার লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্যটির সরকার। এ ছাড়া ৩০ হাজারের বেশি লোক বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।
টানা বৃষ্টিতে পানির তলায় চলে গেছে কলকাতার রেললাইন। বিমানবন্দরে জমেছে হাঁটুজল। ফলে ব্যাহত হচ্ছে পশ্চিমবঙ্গের রেল ও বিমানসেবা।
জিনিউজের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে শুক্রবার গভীর রাতে রাজ্যে গভীর নিম্নচাপ প্রবেশ করেছে। সেই প্রভাবে কলকাতায় গত চব্বিশ ঘণ্টায় ১৩৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজ্যের দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর, বর্ধমান ও হুগলি জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার গভীর রাত পর্যন্ত গোটা রাজ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে। রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টা একই পরিস্থিতি বজায় থাকতে পারে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় নিরাপদ পানির বোতল সরবরাহ করা হয়েছে।