‘ইঁদুর আতঙ্কে’ ভারতের বিমানের জরুরি অবতরণ

সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। নয়াদিল্লি থেকে উড়ল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গন্তব্য সুদূর ইউরোপের মিলান শহর। দুই ঘণ্টা না যেতেই বিমানে দেখা গেল ‘ইঁদুর অাতঙ্ক’। বিমানের কেবিনে ইঁদুর দেখা গেছে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রী ও ক্রুদের মধ্যে। বিমানের কোনো গুরুত্বপূর্ণ সংযোগ কেটে ফেলেছে কি না কিংবা সত্যিই ইঁদুর আছে কি না, তা যাচাই করার কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত অবতরণ করানো হলো এয়ার ইন্ডিয়ার ওই বিমান।
গত বৃহস্পতিবার ভারতে এই ঘটনাটি ঘটেছে। তবে ‘ইঁদুর আতঙ্কে’ দ্রুত অবতরণ করানো হলেও এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ইঁদুরের কোনো দেখা মেলেনি।
গত শুক্রবার পরিচয় প্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা ইঁদুর আতঙ্কে বিমান অবতরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইঁদুর দেখা গেছে এমন আতঙ্কের পরিপ্রেক্ষিতে (দ্য ড্রিমলাইটার ফ্লাইট) এআই ১২৩.. একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করানো হয়। ইঁদুরের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরিয়ে আনা হয়।
বিমানে ইঁদুর সত্যিই আতঙ্কের বিষয়। কারণ এরা ভেতরের সংযোগ তার কেটে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষতি করতে পারে।
বিমানে খাবার সরবরাহের ট্রাকের মধ্যে অনেক সময়ই ইঁদুর দেখা যায়।
ইঁদুর আতঙ্কে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলতি বছরের মে মাসে বিমান সংস্থাটির অভ্যন্তরীণ একটি ফ্লাইট ইঁদুর আতঙ্কে জরুরি অবতরণ করানো হয়। উত্তরের শহর লেহ থেকে উড্ডয়নের পর বিমানের মধ্যে কয়েকটি ইঁদুর দেখতে পান ক্রুরা। অপর একটি বিমান গত বছরের আগস্ট মাসে অবতরণ করানো হয়। ওই বিমানের ক্রুরা ইঁদুরের সংক্রমণের কথা জানান।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অপর এক ঘটনায় বিমান চলাচল কর্তৃপক্ষ জাতীয় বিমান সংস্থার নিরাপত্তা প্রধানকে ‘ব্যর্থতার’ অভিযোগে সরিয়ে নিয়েছে।
জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ২০০৭ সালের পর থেকে এর প্রতিবেদনে কোনো বার্ষিক লাভ দেখায়নি। উপরন্তু যান্ত্রিক ত্রুটি, কর্মচারীদের কারণে ফ্লাইট দেরি করাসহ নানা অভিযোগে বারবার লজ্জার মুখে পড়েছে এই বিমান সংস্থা। এরই মধ্যে চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দিল্লি বিমানবন্দরে মানবপাচারে জড়িত থাকার অভিযোগ ছিল। আর চলতি এপ্রিলে দুই পাইলটকে সরিয়ে নিয়ে আবার খবরের শিরোনাম হয় এয়ার ইন্ডিয়া। বিমান উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ওই দুই পাইলটের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।