নেপালে ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু

নেপালে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অন্তত ২০ জন। প্রবল বর্ষণে দেশটির পশ্চিমাঞ্চলের তিন জেলায় দুটি গ্রাম ভেসে গেছে।
কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় এলাকা কাসকিতে তিনটি পাহাড়ের পাশের জনবসতিতে ভূমিধ্বস নেমে এলে ২১ জন প্রাণ হারায়।
এ ছাড়া কাসকির পাশের জেলা মায়াগদি ও বাগলুংয়ে পৃথক ভূমিধ্বসে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধসহ আরো তিনজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষের সূত্রে জানিয়েছে এএফপি। মৌসুমি প্রবল বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণ তৎপরতাও ব্যহত হচ্ছে বলে জানায় সংবাদসংস্থাটি।
ঘটনাস্থলে থাকা কাসকির পুলিশ প্রধান কেদার রাজাউর বলেন, ‘গতরাতের ভারি বৃষ্টিপাতে এই অঞ্চলের দুটি আলাদা স্থানে ভূমিধস হয়েছে। এতে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছে। এছাড়া
প্রায় ৩২ জন নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’
রাজাউর এএফপিকে আরো জানান, প্রাকৃতিক এই দুর্যোগটিতে আহত ১৮ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, ‘উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটিতে প্রতিবছরই প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধ্বসে প্রাণহানি হয়। দুই সপ্তাহ আগে পোখারা শহরে ভূমিধসে চাপা পড়ে এক স্কুলছাত্র মারা যায়। এ ছাড়া গত মাসে ভূমিধসে নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় গ্রামগুলোতে ৩৫ জন প্রাণ হারায়।