বর্ণবাদী বিজ্ঞাপন বানিয়ে ক্ষমা চাইল ডাভ

বডি লোশনের বিজ্ঞাপনে একজন কৃষ্ণাঙ্গ নারীকে ধীরে ধীরে শ্বেতাঙ্গ বানানোর চিত্র দেখিয়ে ক্ষমা চেয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের ব্র্যান্ড ডাভ। ফেসবুক থেকে বিজ্ঞাপনটি তুলেও নেওয়া হয়েছে।
ওই বিজ্ঞাপনে দেখা যায়, একজন কৃষ্ণাঙ্গ নারী ডাভ বডি লোশন ব্যবহারের পর শরীর থেকে কাপড় খুলে নিচ্ছেন। এর পর ভেতরে থাকা পোশাক ধীরে ধীরে সাদা হয়ে উঠছে এবং একপর্যায়ে কৃষ্ণাঙ্গ ওই নারীও সাদা হয়ে যাচ্ছেন।
ফেসবুকে ওই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর প্রায় তিন হাজার কমেন্ট পড়ে। অধিকাংশ কমেন্টেই বিজ্ঞাপনটির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলা হয়। অনেকে এমন বর্ণবাদী আচরণের জন্য ডাভ ব্যবহার করবেন না বলেও মন্তব্য করেন।
নোয়ামি ব্ল্যাক নামের একজন মেকআপশিল্পী ডাভের ওই বিজ্ঞাপন ফেসবুকে শেয়ার করেন। সেই বিজ্ঞাপন নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে টুইটারে দেওয়া এক বার্তায় ডাভের পক্ষ থেকে বলা হয়, ‘ফেসবুকে সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবি ডাভ ব্যবহারে একজন নারীর গায়ের রং পরিবর্তন হয়ে যায়। এমন একটি অন্যায়ের জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’
আরেক টুইট বার্তায় ডাভ বলে, ‘ডাভ বডিওয়াশ প্রচারের অংশ হিসেবে তিন সেকেন্ডের একটি ভিডিও যুক্তরাষ্ট্রের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল। সেখানে সুন্দরের যে উপস্থাপন করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে এটা সম্ভব নয়। তাই আমরা ক্ষমা চেয়ে এটা প্রত্যাহার করে নিয়েছি।’