নিলামে সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি হলো হিটলারের অন্তর্বাস!

যুক্তরাষ্ট্রে নিলামে সাড়ে চার লাখ টাকায় বিক্রি হলো জামার্নির শাসক এডলফ হিটলারের এক জোড়া অন্তর্বাস (বক্সার)। যুক্তরাষ্ট্রে ‘আলেকজান্ডার হিস্টরিক্যাল অকশন’ নামে একটি প্রতিষ্ঠান থেকে নিলামে তোলা হয় হিটলারের বক্সার জোড়া।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডোরাকাটা এই বস্ত্রটি ‘আশ্চর্যজনকভাবে বড়’। এটি ১৯ ইঞ্চি লম্বা এবং এর কোমরের মাপ ৩৯ ইঞ্চি। হিটলারের এই বস্ত্রটি ছিল নিলামের তালিকায় শীর্ষে।
আরো জানা যায়, ১৯৩৮ সালে হিটলার যখন অস্ট্রিয়ার পার্কহোটেল গ্রাজে অবস্থান করেন তখন তাঁর পাশেই এই অন্তর্বাসটি পরেন। পার্কহোটেল গ্রাজের আগের মালিকের নাতি পরিচয় দিয়ে একব্যক্তি একটি চিঠিতে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, ১৯৩৮ সালের এপ্রিলে ৩-৪ তারিখ হিটলার অস্ট্রিয়া ভ্রমণের সময় ওই হোটেলে অবস্থান করেন এবং এই বস্ত্রটি তাঁর স্যুটের পাশেই পড়ে ছিল।