ঈদে কলকাতার বাজারে জনপ্রিয় টুপি

রমজানের শেষ বেলায় ঈদের কেনাকাটা সারতে কলকাতার বিপনীগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে। প্রতিবছরের মতো এবারও কলকাতার ঈদের বাজারে দেদারসে বিক্রি হচ্ছে পুরুষদের টুপি। সাদার পাশাপাশি বিভিন্ন রঙের টুপিতে ভরে উঠেছে ঈদের বাজার।
কলকাতার বিপণিবিতানগুলো ঘুরে জানা যায়, বিভিন্ন ধরনের ও নকশার টুপির যথেষ্ট চাহিদা রয়েছে। কমবয়সী যুবকদের মধ্যে ডিজাইনের টুপির চাহিদা বেশি।
কলকাতার নিউমার্কেট এলাকার টুপি বিক্রেতা শাহাজাদ মোল্লা বলেন, এ বছর নকশার টুপির বেশ চাহিদা। পশমের তৈরি টুপি বাজারে পাওয়া গেলেও এর চাহিদা তুলনামূলক কম। টুপি বিক্রেতাদের অনেকেই মনে করছেন পশমের টুপির অত্যাধিক দামই এর মূল কারণ।
কলকাতার নিউমার্কেট এলাকার অনেক বিক্রিতা বলেন, গত বছরের তুলনায় সামগ্রিকভাবে টুপির দাম অনেকটাই বেড়েছে। তা সত্ত্বেও ঈদ বাজারের শেষ বেলায় টুপির দাপট অক্ষুণ্ণ রেখেছে। সূতির তৈরি টুপি এখন কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও সমান তালে দাপিয়ে চলেছে। ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এসব টুপি।
শিয়ালদহ স্টেশন সংলগ্ন অঞ্চলের টুপি বিক্রেতা জয়েনউদ্দিন শেখ বলেন, প্রথমদিকে টুপির বিক্রি সেভাবে না হলেও রমজানের শেষ বেলায় এসে এর বিক্রি বেড়েছে। মানুষ নতুন পোশাক-আশাক কেনার পরেই ভিড় জমাচ্ছেন টুপির দোকানগুলোতে। অনেকে টুপি বিক্রি বাড়াতে বিশেষ ছাড়ও দিচ্ছেন।
রকমারি টুপি নিয়ে কলকাতা শহর এবং সংলগ্ন শহরতলীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী দোকান সাজিয়েছেন অনেকে। সুন্দর টুপি কেনা নিয়ে শিশুদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে।