ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে চড়ছে উত্তেজনার পারদ

ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে ধীরে ধীরে বিরোধ বাড়ছে। দুই দেশের তরফেই বিবৃতি আর পালটা বিবৃতিতে প্রতিদিন চড়ছে উত্তেজনার পারদ। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। তিনি বলেছেন,বিনা প্ররোচনায় সীমান্তে গুলি চালালে এবার থেকে জবাব দিতে ইতস্তত করবে না ভারত।
নয়াদিল্লিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন,ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার জন্য আমাদের তরফে আলাদা করে আর কিছু বলার নেই। পুরোটাই পাকিস্তানের চাওয়া না চাওয়ার ওপর নির্ভর করছে।
তবে এখন থেকে এটা মনে রাখতে হবে, কেউ যদি বিনা প্ররোচনায় আমাদের (ভারত) লক্ষ্য করে গুলি চালায় তাহলে তার সমূচিত জবাব পাবে সে। ওই সংবাদ সম্মেলনেই জয়শঙ্কর জানান, গত বুধবার ভারত-পাকিস্তান সীমানার কাছাকাছি আখনোর সেক্টরে পাক রেঞ্জার্সের ছোড়া গুলিতে এক মহিলার মৃত্যু হয়। ওই ঘটনায় দুই বিএসএফ জওয়ানসহ আহত হন আরো ছয়জন। ওই দিনই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি তুলে প্রতিবাদ জানান সে দেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার টিসিএ রাঘবন। আর আজ পাকিস্তানের উদ্দেশে এই কড়া বার্তা দিল ভারত।
এস জয়শঙ্কর আরো জানান,গতকাল বুধবার পাক রেঞ্জার্স সীমান্তে ভয়ংকর আক্রমণ চালায়। বৃষ্টির মতো গুলি আর মর্টারের গোলায় সীমান্তে সৃষ্টি হয়েছিল নারকীয় পরিবেশ। আমরা শান্তিতে বিশ্বাসী। তবে কেউ বিনা প্ররোচনায় গুলি চালালে চুপচাপ বসে গুলি খাব তা তো হয় না। এবার থেকে পালটা জবাব দিতে দ্বিতীয়বার আর ভাববে না ভারত।
পাক-ভারত সম্পর্কের এই উত্তেজনার আবহে সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং,প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ডিরেক্টর জেনারেল (ডিজি) ডি কে পাঠকের সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল। পাক-ভারত সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অবগত করেন বিএসএফের ডিজি। উচ্চপর্যায়ের ওই বৈঠকে পাক রেঞ্জার্সের ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া চলতি মাসে মোট ৯ বার পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি উঠে আসে বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের আরএসপুরা সেক্টরে পাক রেঞ্জার্সের গুলি ছোড়ার প্রসঙ্গটিও।
এর আগে গত সোমবার কাশ্মীর ইস্যু প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ আজিজ বলেছিলেন,কাশ্মীর ইস্যু ছাড়া ভারতের সঙ্গে আলোচনা সম্ভব নয়। পাকিস্তান যে কাশ্মীর ইস্যু নিয়ে তাদের পূর্বেকার অবস্থানে অটল তা ওইদিন ফের আরো একবার স্পষ্ট করে দেন আজিজ। তার পরই পালটা জবাবে ঝাঁঝের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন,কাশ্মীর নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই পাকিস্তান এবার থেকে পাকিস্তান সীমান্তের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করলেই মোক্ষম জবাব দেবে ভারত।