ভারত-পাকিস্তান সীমান্তে গুলিবৃষ্টি, মর্টার হামলা

গত ২৪ ঘণ্টায় ভারত পাকিস্তান সীমান্তে অন্তত চারবার গুলিবর্ষণ হয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মুর কয়েকটি গ্রাম ও পাঁচটি ভারতীয় সীমান্ত চৌকিতে ব্যাপক গুলিবর্ষণ, মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্স। এই হামলায় এক মহিলাসহ মারা গেছেন দুজন। আহত হয়েছেন অনেকেই। অপরদিকে পাকিস্তান সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হামলায় চার পাকিস্তানি মারা গেছেন। শিয়ালকোটের চাপরার এবং রেওলাকোটের নেজা পীর সেক্টরে হামলা দুটি চালানো হয় বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বিষয়টি নিয়ে এরই মধ্যে ইসলামাবাদের হস্তক্ষেপ দাবি করেছে ভারত। পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে নিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে ভারত। এ সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে হাইকমিশনারকে মনে করিয়ে দেওয়া হয়, চলতি জুলাই মাসেই এ পর্যন্ত নয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
হিন্দুস্থান টাইমসের খবরে জানা গেছে, সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। জম্মু ও কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আরো আছেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। এ ছাড়া আছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
এর আগে গত সপ্তাহে রাশিয়ায় এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, নরেন্দ্র মোদির এক বৈঠকের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্পর্কের বরফ গলার আশা করেছিলেন কূটনীতিকরা। সন্ত্রাসবাদ মোকাবিলায় হাতে হাত রেখে চলার সংকল্পের কথাও জানিয়েছিলেন দুজনে। কিন্তু সীমান্তে গুলি চালানোর ঘটনা দুই দেশের সম্পর্কের উন্নয়নকে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।