সাংবাদিকদের পাঠ দিলেন অমর্ত্য সেন

বলতে গেলে একবারে হাতে ধরে সাংবাদিকদের পাঠ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন উত্থাপন নিয়ে ছিল সেই পাঠ। ভারতের পশ্চিমবঙ্গের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে হাতের আঙুল গুনে গুনে বললেন, ‘দেখুন, সাংবাদিকদের তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত। সেগুলো হলো- ১. যে প্রশ্নটি আপনি করছেন সেটি ভালো প্রশ্ন কি না। ২. যে প্রশ্ন সাংবাদিকরা করলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অধিকার উত্তরদাতার আদৌ আছে কি না এবং ৩. যে বিষয়ে ওপরে সংবাদ সম্মেলন চলছে সেই সম্পর্কিত প্রশ্ন করা হচ্ছে কি না। যেকোনো সাংবাদিক সম্মেলনে এ বিষয়গুলো লক্ষ রাখতে হবে আপনাদের।’
আজ মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের বোলপুরে ‘প্রতীচী ট্রাস্টের’ উদ্যোগে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমর্ত্য সেন। বোলপুরের গীতাঞ্জলী ভবনে বইয়ের উদ্বোধন শেষে অমর্ত্য সেন সাংবাদিকদের সামনে ‘বই’ নিয়ে কিছু বলবেন বলে বসেছিলেন। কিন্তু সংক্ষিপ্ত সময়ের এই সংবাদ সম্মেলনে বইয়ের বিষয়ে প্রথম পাঁচ মিনিট কোনো প্রশ্নই করেননি উপস্থিত সাংবাদিকরা। ফলে খানিকটা বিব্রত হয়ে শেষ পর্যন্ত নিজেই শিক্ষকের মতো সাংবাদিকদের কৌশলে পাঠ দেন তিনি।
তবে এ সময় অমর্ত্য সেনকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলুন।’
উত্তরে মৃদু হেসে নোবেলবিজয়ী বলেন, ‘আমি উপাচার্য (ভিসি) ছিলাম না, আচার্য ছিলাম। আর নালন্দা নিয়ে আমি আর কিছু বলব না। অনেক বলেছি।’
তবে শেষ অবধি অমর্ত্য সেন এটুকু বলেন, ‘বর্তমানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সিঙ্গাপুর থেকে আসছেন। তিনি অত্যন্ত বিনয়ী এবং জ্ঞানীও।
এদিন ভারতের মধ্যপ্রদেশ ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল বা ব্যাপম কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করা হলে বেশ ক্ষুব্ধ হন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘আচ্ছা আজ আমি রাজনীতি নিয়ে কোনো আলোচনা করতে বসিনি। প্রতীচী ট্রাস্টের একটি বই বেরোল, এ নিয়ে আমি বসেছি।’
এরপরও সাংবাদিকরা ভারতের বর্তমান অর্থনীতি নিয়েই নোবেলজয়ীকে প্রশ্ন করেন। এবার খানিকটা রহস্য করে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেখুন এ সব বড়বড় বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা যদি আমাদের কাজ (প্রতীচী) অথবা আজকের প্রকাশিত বই নিয়ে বলেন আমি উত্তর দিতে প্রস্তুত।’
কিন্ত নাছোড়বান্দা সাংবাদিকরা স্বভাবমতোই অন্যান্য বিষয়ে প্রশ্ন করতে থাকলে একসময় অমর্ত্য সেন সাংবাদিকদের কোন ক্ষেত্রে কী প্রশ্ন করা উচিত সে বিষয়ে পাঠ দেন।