যুক্তরাষ্ট্রে নামাজের সময় মসজিদে বোমা হামলা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ফজর নামাজের ওয়াক্তে মুসল্লিদের জমায়েতের মধ্যেই একটি মসজিদের ইমামের কক্ষে বোমা হামলা হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে মিনেসোটার ব্লুমিংটনে দার আল ফারুক ইসলামিক সেন্টার ও মসজিদটিতে এই হামলা চালানো হয়।
বোমায় কেউ হতাহত হননি। তবে এতে ইমামের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
হামলার পর তদন্ত শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই।
মিনেসোটার মিনেপোলিস বিভাগে দায়িত্বরত এফবিআইর বিশেষ কর্মকর্তা রিচার্ড থর্টন বলেন, বিষয়টি কোনো বিদ্বেষপ্রসূত অপরাধ (হেইট ক্রাইম) কি না কিংবা এর পেছনে কারা আছে, তা তদন্তের পরই জানা যাবে।
থর্টন জানান, ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ তথা আইইডি নামে এক ধরনের বিস্ফোরক দিয়ে এ হামলা চালানো হয়। বিস্ফোরকের অংশবিশেষ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
বিস্ফোরণের পর মিনেসোটার মুসলিমদের সংগঠন ‘মুসলিম আমেরিকান সোসাইটি অব মিনেসোটা’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বিস্ফোরণে সৃষ্ট আগুন নিভিয়ে ফেলেন মুসল্লিরা।
সংগঠনটির পরিচালক আসাদ জামান সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের আগে একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন, ভ্যান অথবা ট্রাকে করে কে বা কারা ইমামের কক্ষের জানালায় কিছু একটা ছুড়ে মেরেছে।’
মসজিদটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর বলেন, বোমা হামলার পর দ্রুতই ঘটনাস্থল ছাড়ে যানবাহনটি।