লাইভে রিপোর্টারের গায়ে মাকড়সা, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসভিত্তিক টেলিভিশন ‘ফক্স ফোর নিউজ’-এর রিপোর্টার শ্যানন মারে। স্থানীয় সময় বুধবার চ্যানেলটির সকালবেলার সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘গুড ডে’তে লাইভ চলছিল তাঁর। শ্রমিক বিক্ষোভের রিপোর্টে লাইভের সময় সেই নারীর বাহুর ওপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে হেঁটে যায় একটি মাকড়সা। আর সেটিই নজর কেড়েছে লাখ লাখ মানুষের।
শ্যাননের সঙ্গে ঘটা পুরো কাণ্ডটির ভিডিও নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেছ ফক্স ফোর নিউজ। আর তাতেই বাজিমাত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে তিন লাখ ৩১ হাজার বার। কমেন্টে পড়েছে ১১ শতাধিক।
ভিডিওটি শেয়ার করেছেন এক হাজার ৬০০ জনের বেশি ফেসবুক ব্যবহারকারী। এতে লাইক পড়েছে সাড়ে চার হাজার।
ব্যতিক্রমী এই ভিডিও দেখার পর কয়েকজন ব্যক্তি শ্যাননের কাছে বিষয়টি নিয়ে জানতে চান। উত্তরে তিনি বলেন, গায়ের ওপর কিছু হেঁটে যাচ্ছিল বলে তিনি টের পেয়েছিলেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে শ্যানন বলেন, ‘যাঁরা জিজ্ঞাসা করেছেন, তাঁদের বলছি, হ্যাঁ আমি অনুভব করেছিলাম। তবে ফেসবুকে একজন দর্শক জানানোর আগপর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না যে এটা মাকড়সা।’
লাইভের সময়কার ছোট্ট মাকড়সাটি অবশ্য বড় উপকার করেছে শ্যাননটির। তার কল্যাণে ফেসবুকে ফলোয়ার বেড়ে গেছে এই রিপোর্টারের।