লিংকিন পার্কের গায়ক চেস্টারের আত্মহত্যা!

জনপ্রিয় ব্যান্ড লিংকিন পার্কের গায়ক চেস্টার বেনিংটন ছবি : সংগৃহীত
জনপ্রিয় ব্যান্ড লিংকিন পার্কের গায়ক চেস্টার বেনিংটনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ৪১ বছর বয়সী এই তারকা গায়ক আত্মহত্যা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের নিজ বাসা থেকে চেস্টারের লাশ উদ্ধার করা হয়।
চেস্টার বর্তমানে লিংকিন পার্ক ব্যান্ডের সঙ্গে ‘ওয়ান মোর লাইট’ শিরোনামে বিশ্বের বিভিন্ন শহরে গানের প্রদর্শনী করছিলেন। আগামী ২৭ জুলাই ম্যাসেচুসেটস অঙ্গরাজ্যের মেনসফিল্ড শহরে ওই গানের প্রদর্শনী শেষ হওয়ার কথা রয়েছে ।