নিউইয়র্কে চাকরিচ্যুত চিকিৎসকের গুলিতে চিকিৎসক নিহত, আহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চাকরি হারানো এক চিকিৎসকের গুলিতে আরেক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
স্থানীয় সময় শুক্রবার ওই হাসপাতাল ভবনের ভেতর এই ঘটনা ঘটে।
সাতজনকে হতাহত করার পর চাকরিচ্যুত ওই চিকিৎসক আত্মহত্যা করেন।
স্থানীয় পুলিশের কমিশনার জেমস ও’ নেইল বলেন, সাদা ল্যাব পোশাক পরে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বোরোতে অবস্থিত ‘ব্রঙ্কস-লেবানন হাসপাতাল সেন্টার’ নামের স্বাস্থ্যসেবা কেন্দ্রটির দুটি তলায় হত্যার উদ্দেশে ঘুরছিলেন ওই বন্দুকধারী। এর পর সাতজনকে হতাহত করে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। পরে হাসপাতাল ভবনটিতে তল্লাশি চালিয়ে পুলিশ তাঁকে নিজের গুলিতে নিহত অবস্থায় পায়।
এক সংবাদ সম্মেলনে ও’নেইল আরো বলেন, গুলিতে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও গুলি চালানোর বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এটাকে ‘কর্মস্থলসংক্রান্ত ঘটনা’ মনে করছেন।
ব্লাসিও আরো বলেন, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।
পুলিশ কিংবা মেয়রের কেউই বন্দুকধারী কিংবা হতাহত কারো নাম বলতে পারেনি। তবে পুলিশের কর্মকর্তা ও’নেইল বলেন, ৯৭২ শয্যার হাসপাতালটির সাবেক চিকিৎসক ছিলেন ওই বন্দুকধারী।