টাকা খরচ করতে বুদ্ধি চাইলেন অ্যামাজনের সিইও

বিশ্বের শীর্ষ ধনীদের একজন অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজন ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজস। তাঁর অঢেল সম্পদ মানুষের কল্যাণে কীভাবে কাজে লাগাবেন তা জানতে চেয়েছেন সাধারণ জনতার কাছে। এ ক্ষেত্রে কারো বুদ্ধি পছন্দ হলে তিনি বেছে নিতে পারেন সেটিও।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেজস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি প্রশ্ন করেন। সেখানে তিনি লেখেন, ‘আপনাকে যদি কম-বেশি ৮০০ কোটি মার্কিন ডলার দেওয়া হয়, তাহলে তা কীভাবে খরচ করবেন?’
বুদ্ধি নিতেই এই প্রশ্ন করেছেন উল্লেখ করে টুইটার বার্তায় বেজস বলেন, ‘আমি জনকল্যাণের এমন পদ্ধতির কথা চিন্তা করছি যেটি আমার সাধারণত যেভাবে সময় কাটাই তার বিপরীত।’ দীর্ঘমেয়াদে কাজ করতে তিনি পছন্দ করেন বলে ওই বার্তায় জানান বেজস।
টুইটারে দীর্ঘমেয়াদি কাজ বলতে বড় মেয়াদের বিনিয়োগকে বুঝিয়েছেন বেজস। তাঁর মতে, এই বিনিয়োগগুলো নিজ উপায়ে সমাজ ও সভ্যতার উপকারে আসে। বেজসের দীর্ঘমেয়াদি বিনিয়োগের মধ্যে রয়েছে তারই প্রতিষ্ঠান অ্যামাজন। এ ছাড়া নিজ অর্থে সম্প্রতি কিনেছেন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ ছাড়া গড়ে তুলেছেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন।
টুইটারে বেজস জানান, জনকল্যাণে স্বল্পমেয়াদি বিনিয়োগ করতে চান তিনি। এটি জরুরি দরকার মেটায় আর দীর্ঘমেয়াদি প্রভাব রেখে যায়।
এদিকে, জনকল্যাণে দুই হাতে অর্থ ছড়িয়ে এরই মধ্যে বেশ নাম কামিয়েছেন টেকজায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী। গত বছর অক্টোবরে বেজসকে জিজ্ঞেস করা হয়, ‘তিনি গেটসের মতো জনসেবায় নামতে চান কি না।’ উত্তরে বেজস বলেন, ‘হ্যাঁ, যদি আমার প্রতিষ্ঠান ব্লু অরিজিন প্রতিষ্ঠার পরে কিছু বেঁচে থাকে তবে।’