‘শারীরিক সম্পর্কের চেয়ে রক্তপান আনন্দদায়ক’

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনের বাসিন্দা লিয়া। ছবি : দ্য মিরর
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের বাসিন্দা লিয়া ও টিমের দেখা হয় একটি ভ্যাম্পায়ার (রক্তচোষা বাদুড়) উৎসবে। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা।
সেই থেকে প্রেমিক-প্রেমিকার জীবনযাপন করছেন লিয়া-টিম। একে অপরের রক্তপান করার মধ্য দিয়ে ভালোবাসার প্রকাশ করেন তাঁরা। তাঁদের ভাষ্য, শারীরিক সম্পর্কের চেয়ে রক্তপান বেশি আনন্দ দেয়। আরো বেশি কাছে এনে দেয় একে অপরকে।
লিয়া বলেন, ‘যখন আমরা একে অপরের রক্তপান করি, তখন নিজেদের হিংস্র হাঙরের মতো মনে হয়। অনুভব করি জীবনশক্তি আরো বেড়ে গেছে।’
লিয়া আরো জানান, একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার আগে থেকেই ভ্যাম্পায়ার বাদুড়ের মতো জীবনযাপন করতেন তাঁরা। নিজেদের মধ্যে মিল তাঁদের কাছে নিয়ে এসেছে।
এ বিষয়ে টিম বলেন, ‘আমি যখন লিয়ার রক্ত পান করি, আমি এক ধরনের প্রাণশক্তি খুঁজে পাই। নিজেকে বেশ শক্তিশালী মনে হয়।’