১০৪ আরোহী নিয়ে মিয়ানমারের বিমান নিখোঁজ

মিয়ানমারের মিয়াক থেকে ১০৪ আরোহী নিয়ে ইয়াঙ্গুন যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে একটি সামরিক বিমান।
স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
দেশটির সেনাপ্রধানের এক মুখপাত্র বলেন, বুধবার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে গন্তব্যে যাওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, ‘দাওয়েই শহরের প্রায় ২০ মাইল পশ্চিমে দুপুর ১টা ৩৫ মিনিটে ওই বিমানটির সঙ্গে আকস্মিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
বিমানটি উদ্ধারে এরই মধ্যে আন্দামান সাগরে অভিযান শুরু হয়েছে। নৌকা ও বিমানে করে সম্ভাব্য সব জায়গায় অভিযান চলছে।
এর আগে সকালে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উদ্দেশে মিয়াক ছাড়ে বিমানটি। পথে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হওয়া বিমানটিকে নিখোঁজ ঘোষণা করা হয়।
সেনা কর্মকর্তা জেনারেল মিয়ান্ট মিন উ বলেন, চীনে নির্মিত ওয়াই-৮ বিমানটিতে ৯০ যাত্রী ও ১৪ ত্রু ছিলেন। যাত্রীদের বেশির ভাগই সেনাসদস্যদের পরিবারের সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমানটি নিখোঁজ হওয়ার সময় আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল না।
‘আমরা মনে করি, কোনো যান্ত্রিক গোলযোগ হতে পারে’, বলেন ওই কর্মকর্তা।
গত বছরের ফেব্রুয়ারিতে রাজধানী শহর নাইপিদো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে মিয়ানমারের একটি সামরিক বিমান। এতে সামরিক বাহিনীর চার সদস্য নিহত ও একজন মারাত্মক আহত হন।