পেন্টাগনে বিমান হামলার সরিয়ে নেওয়া ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত দেশটির প্রতিরক্ষা বিষয়ক সদর দপ্তর পেন্টাগনে বিমান হামলার সরিয়ে নেওয়া ছবি আবার প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পাশাপাশি পেন্টাগনেও ছিনতাই করা বিমান দিয়ে হামলা চালায় সন্ত্রাসীগোষ্ঠী।
এফবিআইইয়ের পক্ষ থেকে এবার ২৭টি ছবি প্রকাশ করা হয়েছিল। ছবিগুলোতে দেখা যায় বিমান হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা। চলছে উদ্ধারকাজও। এছাড়া হামলার পর গোয়েন্দা অনুসন্ধান চালানোর কিছু ছবিও রয়েছে।
জিলিয়ান স্টিকেলস নামে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এর আগে ২০১১ সালে ছবিগুলো প্রকাশ করা হয়েছিল। কিছু কারণে পরে তা সরিয়ে নেওয়া হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৭ মিনিটে পেন্টাগনের ওপর বিধ্বস্ত করা হয় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট-৭৭ নামের একটি বিমান। বিমানটি ভার্জিনিয়া থেকে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিল।
পেন্টাগন কর্তৃপক্ষ জানায়, বিমানটি পেন্টাগনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আঘাত হানে। সেদিনের হামলায় নিহত হন ১৮৪ জন।